দেখা হবে আজ এলোমেলো সাজ দেখা হবে
দেখা হবে আশা মনে ভালোবাসা দেখা হবে;
দেখা হবে জানি নবীন প্রভাতে
দেখা হবে শেষে জোছনার রাতে!
দেখা হবে ।


দেখা হবে ঘরে কালবৈশাখী ঝরে দেখা হবে
দেখা হবে মানি মনে ঝলকানি দেখা হবে;
দেখা হবে রাতে নীরব বেলায়
দেখা হবে সাথি আপন খেলায়!
দেখা হবে ।


দেখা হবে পারে মুষলতা ধারে দেখা হবে
দেখা হবে ঋণে আষাঢ়ের দিনে দেখা হবে;
দেখা হবে রাগে শ্রাবণবেলায়
দেখা হবে মানে ফাগুন নেশায়!
দেখা হবে ।


দেখা হবে ছায় শিউলি তলায় দেখা হবে
দেখা হবে বায় নকশী কাথায় দেখা হবে;
দেখা হবে ঘাটে দেখা সারাবেলা
দেখা হবে মাঠে রামধনু মেলা!
দেখা হবে ।


দেখা হবে দুলে রাধাচূড়া ফুলে দেখা হবে
দেখা হবে শোকে পলাশের চোখে দেখা হবে;
দেখা হবে দোহে নদীটির পাশে
দেখা হবে হাতে সবুজের ঘাসে!
দেখা হবে ।


দেখা হবে চরে বহুদিন পরে দেখা হবে
দেখা হবে খুশি আজ বেশিবেশি দেখা হবে;
দেখা হবে আজ নব অবকাশ
দেখা হবে প্রিয় সুখে বারোমাস!
দেখা হবে ।
   ------