চারিপাশে আজ অন্য সে মুখ
অপরের অনুভূতি;
চারিপাশে আজ তরঙ্গরেখা
গোপন তুমি প্রিয়তি।


চুপি চুপি যেন ডাক দিয়ে যায়-
সেই অনন্তপ্রেম;
শব্দের মাঝে আলো কথা দিয়ে
আজ কী বা হারালেম।
আপন মনের মহিমা মিশিয়ে
জীবনের পথে শ্রুতি।


কেঁপেছে পাতারা বর্ণমালায়
ভুলেছি যে মুর্খামি;
অহংকারের দাপট নেশায়-
নিজেকে ভুলেছি আমি।


চারিপাশে আজ প্রেম আর প্রেম
বহিছে প্রেমের ধারা;
সেই স্রোতে আজ ভাসায়েছি মন
সুখেতে আত্মহারা।
আমার সোহাগ তোমাতেই রাখি
শুনে রাখো শ্রীমতী।
      --------