আজ ২০/০৯/২০১৭ তারিখে প্রকাশিত কবি বিভাংশু মাইতি এর " তোমায় ঘিরে " গানটি নিয়ে আলোচনা করব।
কবি এই গানের কবিতাটিকে অপ্রচলিত/ নিজস্ব ছন্দে উল্লেখ করেছেন। কিন্ত গানের কবিতায় নির্দিষ্ট ছন্দ থাকা প্রয়োজন।
প্রথমে গানের কবিতার পর্ব বিশ্লেষণ করা হল।
-------------------------------------------------------------------
আমার ভাবের ঘরে /ঘর কর গো /যেও না দূরে
আমি প্রীতিসুধা /মাখিয়ে তোমায় /রাখব অন্তরে।
ঝঞ্ঝাবাতে তুষারপাতে /চৈতী হাওয়ায় /জ্যোৎস্না রাতে
সাজিয়ে বাসর/ মাতিয়ে আসর/ রঙিন ফুলের /হারে।
কাল কেটেছে /অবহেলে /ছেলে খেলায়/ তোমায় ভুলে
আজ চিরতরে /মর্মপুরে /রাখব তোমায় /আমার করে।
গান বাঁধবো /তোমায় নিয়ে /সুর সাধব /তোমায় চেয়ে
তোমার নামেই /থাকবো মেতে /নাচবো তোমায় /ঘিরে।
------------------------------------------------------------------------
গানের কবিতায় নির্দিষ্ট পর্ব বিভাজন নেই। কখনো মনে হয় স্বরবৃত্ত, আবার কখনো মনে হয় মাত্রাবৃত্ত।
আমি অনধিকার চর্চা হিসাবে গানের কবিতাটিকে স্বরবৃত্ত ছন্দে আনার চেষ্টা করছি।
-----------------------------------------------------------------------
(আমার) ভাবের ঘরে /ঘর করো গো /যেও না দূ/রে = (২) ৪/৪/৪/১
(আমি) প্রীতিসুধা /দিয়ে তোমায়/ রাখি অন্ত/রে। = (২) ৪/৪/৪/১
ঝঞ্ঝারাতে /তুষারপাতে/ চৈতি হাওয়ায় /জ্যোৎস্না রাতে = ৪/৪/৪/৪
সাজিয়ে এই/বাসর ভূমি/ রঙিন ফুলের / সমাহারে। = ৪/৪/৪/৪
কাল কেটেছে/ অবহেলে /ছেলে খেলায় /তোমায় ভুলে = ৪/৪/৪/৪
(আজি) চিরতরে /মর্মপুরে /রাখব তোমায় /আমার করে। = (২) ৪/৪/৪/৪
গান বাঁধিব /তোমায় নিয়ে /সুর সাধিব/ তোমায় চেয়ে = ৪/৪/৪/৪
তোমার নামেই/ থাকব মেতে/ নাচব তোমায় /ঘিরে। = ৪/৪/৪/২
অর্থাৎ গানের কবিতাটি স্বরবৃত্ত ছন্দে আছে।
পূর্ণ পর্ব -৪ মাত্রায়
অপূর্ণ পর্ব – ১/২ মাত্রায়
অতি পর্ব -২ মাত্রায়
******কবি আমার শুভেচ্ছা নেবেন।