চলে গেলে তুমি মায়া মমতায়
সুন্দর পৃথিবীর;
আমাদের শুধুই রেখে গেলে আজ
করে মন অনাথির।
দিন চলে যায়, সময়ের স্রোত
থাকে শুধু কথকতা;
কিছু জানি নাই কিছু বুঝি নাই
চরম বাস্তবতা।
এই ছিল বুঝি তোমার যাত্রা
নীচু আমাদের শির;
কাহারে বা বলি, কাহারে শুধায়-
কেমনে নীরবে কাঁদি!
দিনের শুরুতে জনমের মতো
তোমার সলিলসমাধি।
বিনা মেঘে আজ এ বজ্রপাত
কাঁদি আজ অভাগীর।