আমার আকাশ কালো করেছে
নব মানুষের ছল;
শেষ রাতেওতো ক্লান্ত শরীর
চোখের দুপাশে জল।


পারিনি সরাতে মেঘপুঞ্জ
নোংরা আবাদ চারিদিকে;
চেনা মানুষের মুখগুলি আজ
পর্দার আড়ালে ফিকে।
কোথায় যেন হানা দিয়েছে
দুষ্টু মানুষ দল।


আমার শ্বাস বহিছে আজ
গোপন গতিতে;
নিয়ম বুঝি বদলে গেছে
পারিনি তো তা বুঝিতে।


চারিদিকে সোনা ঝলমল দেখি
সম্মুখে কালো ধোঁয়া
আমার স্বপ্ন ভেঙে চুরমার
তবুওতো পুণ্যতোয়া।
কোথায় গেলে শান্তি পাব
তোরা এসে আজ বল।