ছবির মতো ঘরগুলি সব
ছবির মতোই হাসি;
আমার শরীর ছুঁয়ে যে যায়
স্বপ্ন রাশি রাশি।
আমার গ্রাম আমার সবুজ
তাকেই কাছে ডাকি;
শরীর মাঝে ঢেকেছি আজ
তাকেই কাছে রাখি।
ঝাপসা হয়ে স্বপনগুলি
গোপনপুরেতে আসি;
দূরের পথে আলোক আছে
উচ্ছ্বসিত আলো;
এখানে নেই আদিমজীবন
প্রাণের হাসি ভালো।
সূর্যাস্তের আগেই আমি
বলি ভালোবাসি।