আজ ফয়েজ উল্লাহ রবির "মানুষ" গানটি নিয়ে আলোচনা করব।
প্রথমে কবির লেখা অনুযায়ী গানটির হুবহু পর্ব বিভাজন করা হল।
---------------------------------------------------------------------
বোবার হাতে/ বাঁশি দিয়ে/ অন্ধরে জিজ্ঞাও/ ঠিকানা,
আর কতো/ ধোকা দেবে তুমি /করবে কতো/ বাহানা।।
তুমি নিজেরে ভাব/ বড়/ বাকী সবাই/ ছোট
তোমার চোখে/ রঙ্গীণ ভুবন/ সব যে/ লুটো।
সবাই তোমার/ ডাকে দেবে সাড়া/ আমি তো/ দেব না।।
মন্দ লোকের/ ভিড়ে কি/ আর সবাই/ মন্দ
ভালো মানুষ /আছে ভবে /থাকুক যতো/ ধন্দ।
মনটা তোমার/ কালো হলে/ ভালো মানুষ /পাবে না।।
--------------------------------------------------------------
দেখা গেল পর্ব বিভাজন ঠিক হয় নি।
গানের কবিতাটি স্বরবৃত্ত ছন্দে আছে, অক্ষর বৃত্তে নয়।
গানের কবিতাটি এভাবে হলে ভালো হয়।
-------------------------------------------------------------
বোবার হাতে /বাঁশি দিয়ে/ অন্ধে জিগাও/ ঠিকানা, (৪/৪/৪/৩ মাত্রা)
(আর) কতো ধোকা/ দেবে তুমি/ করবে কতো /বাহানা।। (৪/৪/৪/৩ মাত্রা)
তুমি নিজে/ ভাব বড়ো/ বাকি সবাই/যে ছোটো (৪/৪/৪/৩ মাত্রা)
তোমার চোখে/ রঙিন ভুবন/ সকল স্বপন /তাই লুটো। (৪/৪/৪/৩ মাত্রা)
সবাই তোমার /ডাকে দেবে/ সাড়া আমি/ দেব না।। (৪/৪/৪/৩ মাত্রা)
মন্দ লোকের/ ভিড়ে দেখি/ সব লোকেতে/যে মন্দ (৪/৪/৪/৩ মাত্রা)
ভালো মানুষ /আছে ভবে /থাকুক যতো/ই ধন্দ। (৪/৪/৪/৩ মাত্রা)
মনটা তোমার/ কালো হলে/ ভালো মানুষ /পাবে না।। (৪/৪/৪/৩ মাত্রা)
অর্থাত পূর্ণ মাত্রা -৪
অপূর্ণ মাত্রা- ৩
অতি পর্ব -১ মাত্রা
--------------------------------------------------------
এবার দেখা যাক গানের কাঠামোঃ
{বোবার হাতে বাঁশি দিয়ে অন্ধরে জিজ্ঞাও ঠিকানা,
আর কতো ধোকা দেবে তুমি করবে কতো বাহানা।।
তুমি নিজেরে ভাব বড় বাকী সবাই ছোট
তোমার চোখে রঙ্গীণ ভুবন সব যে লুটো।
সবাই তোমার ডাকে দেবে সাড়া আমি তো দেব না।।
মন্দ লোকের ভিড়ে কি আর সবাই মন্দ
ভালো মানুষ আছে ভবে থাকুক যতো ধন্দ।
মনটা তোমার কালো হলে ভালো মানুষ পাবে না।
------------------------------------------------------
গানটিতে গানের চারটি ভাগ নেই।
প্রথমে আস্থায়ী
তারপর অন্তরার দুটি পর্ব আছে এখানে।
সঞ্চারী ও আভোগ এখানে অনুপস্থিত।
---------------------------------------------------