ব্যস্ত সময় পার করেছি
পাঁকদণ্ডীর এ বাঁকে;
চেয়েছিলাম প্রথম আলো
তোমার আঁচল কাঁখে।
চেয়েছিলাম তোমার হাত
আমার মধুর হাতে;
কাটিয়ে দেব স্বপন আভা
জোছনা ভরানো রাতে।
আকাশ কাছে যাবই আমি
মাটির সবুজ ডাকে;
আমি তোমার প্রিয় মানুষ
থাকি তোমার শোভায়;
আমায় দিও নিজের সুখ
স্বপনের ও আভায়।
তোমায় নিয়ে রোদের ছায়া
থাকব চাদরে ঢেকে।
------