চেয়ে দেখো মানিক আমার ওই যে দূরের দেশে-
আছে কত বরষা মেঘ, যাই যে তারা ভেসে।
আমার কোলে ঘুমায় মানিক ঘুম আসে তার চোখে
ঘুমের আদর নিয়ে খোকা আছে বড়ো সুখে
মায়ের কোলে খোকা ঘুমায় ঘুমায় ভালোবেসে।
মেঘ দেখিতে ক্লান্ত আজি, মেঘের কথা শুনে-
মেঘের আদর নিয়ে সোনা চাঁদের আলো বুনে
আমার খোকা ঘুমায় দেখি ঘুম চোখেতে এসে।
আবার খোকা জাগবে আবার ঘুম ভাঙিয়া যাবে
আবার বুঝি বাদল সুখে মেঘ দেখিতে পাবে
ঘুমের আদর নিয়ে সোনা ঘুম সাথেতে মেশে।