আজ অসিতকুমার রায় এর " কেমন হত " গানটি নিয়ে আলোচনা করব।
কবি এই গানের কবিতাটিকে ‘ছন্দ নেই’ বলে উল্লেখ করেছেন। কিন্ত গানের কবিতায় ছন্দ আছে।
***** গানের কবিতাটি এভাবে ছন্দে ফেললে বোধ হয় ভালো হয়।
-------------------------------------------------------------
যদি কখনও এমন হয় /তুমি আমি ছাড়া কেউ নাই
স্বরলিপিখানি পড়ে আছে /এখানে
সেই স্বরলিপিখানি ধরে /যদি কেউ কোথা গান গায়
তাহলে কেমন হত তুমি /বলোতো ?
যদি সূর্য রোদ্দুর এসে/ খুঁজে অবেলায় ফিরে যায়
তারা ডেকে ডেকে ক্লান্ত/ অবশেষে হয় শ্রান্ত
নীরবেতে তারা সাঁঝে ফিরে /যায় যে
তুমি বলে দিও আদরেতে / সে আছে চাঁদ তারার ভিড়ে
আলো আঁধারের জোছনায়
(তবে) কী হত ?
যদি এই শ্রাবণের মাসে /মেঘখানি ঘনায় আকাশে
একসাথে তুমি আমি ভিজে / যাব ওই বৃষ্টি ধারায়
যদি বৃষ্টিতে সুর মেশে
তবে কেমন হত তুমি তা /বলোতো ?
যদি আমাকে প্রশ্ন করো /কবে ফিরব আবার হেথা
ও নীলিমায়-কৃষ্ণচূড়া
আসে যবে রূপের ছটায়
তুমি খুঁজে নিও পাখিদের /সেই মোহ কুহু-কলতান
বাউল বাতাস এসে দোলে/ ও মহুয়া ফুলের নেশায়
তবে) কী হত ?
--------------------------------------------------
অর্থাৎ আধুনিক এই গানের কবিতাটি-
ছন্দ- মাত্রাবৃত্ত
অর্থাৎ পূর্ণ মাত্রা -১০
অপূর্ণ মাত্রা- ৩
অতি পর্ব -২ মাত্রা
--------------------------------------------------------
গানের কবিতায় বেশ কিছু বানান ভুল ছিল। ঠিক করে দেওয়া হল।
কবি আমার শুভেচ্ছা নেবেন।