আজ মুহাম্মদ মনিরুজ্জামান এর "আমারও আছে বনলতা সেন" গানটি নিয়ে আলোচনা করব।
প্রথমে কবির লেখা অনুযায়ী গানটির হুবহু পর্ব বিভাজন করা হল।
---------------------------------------------------------------------
আমারও আছে/ রবি ঠাকুরের/ লাবণ্য
আছে/ ট্রয় নগরীর/ রূপসী হেলেন
আমারও আছে/ জীবনানন্দের
অতি প্রিয় /বনলতা সেন।।
তবুও/ কেমন ভীষণ/ একা
চক্ষু মেলে /হয়নি দেখা
বলেনিতো কেউ/ কোনো দিন
এতদিন /কেমন ছিলেন।।
বুঝেছি) একলা আমি/ একটা মানুষ
আর সব /মিছে মায়া /দমের ফানুস
শুধালো না কেউ/ কোনো কথা
দেখেনি খুলে /মনের ব্যথা
ব্যথা জমে /মন হলো/ সমুদ্র সফেন
শুধালো না /কেউ কোনো/ দিন
এতদিন /কেমন ছিলেন।।
--------------------------------------------------------------
দেখা গেল পর্ব বিভাজন ঠিক হয় নি।
কবি গানের কবিতাটি কে স্বরবৃত্ত ছন্দ বলে উল্লেখ করেছেন। কিন্ত গানের কবিতাটি কোনো ভাবেই স্বরবৃত্তের বা দলবৃত্তের নয়। এটা মাত্রাবৃত্তের।
***** গানের কবিতাটি এভাবে হলে বোধ হয় ভালো হয়।
-------------------------------------------------------------
আমারও আছে /রবি ঠাকুরের/ লাবণ্য= ৬/৬/৪
আছে নগরীর/ রূপসী হেলেন= ৬/৬
আমারও আছে / জীবনানন্দের= ৬/৬
অতি প্রিয় সেই/ বনলতা সেন।।= ৬/৬
তবুও কেমন /ভীষণেতে একা= ৬/৬
চক্ষু মেলিয়া/ হয়নি যে দেখা ৬/৬
বলেনিতো কেউ / কভু কোনো দিন= ৬/৬
এতদিন কেম/ন ছিলেন।।৬/৪
বুঝি) একেলা যে আমি /একটা মানুষ =৬/৬
আর) সব মিছে মায়া / দমের ফানুস=৬/৬
শুধালো না কেউ /কোনো সে কথা=৬/৬
দেখিল না খুলে /মনের ও ব্যথা =৬/৬
ব্যথা জমে মন / সাগর সফেন=৬/৬
শুধালো না কেউ /কভু কোনো দিন=৬/৬
এতদিন কেম/ন ছিলেন।।=৬/৪
--------------------------------------------------
অর্থাৎ আধুনিক এই গানের কবিতাটি-
ছন্দ- মাত্রাবৃত্ত
অর্থাৎ পূর্ণ মাত্রা -৬
অপূর্ণ মাত্রা- ৪
অতি পর্ব -২ মাত্রা
--------------------------------------------------------
এবার দেখা যাক গানের কাঠামোঃ
আমারও আছে রবি ঠাকুরের লাবণ্য
আছে ট্রয় নগরীর রূপসী হেলেন
আমারও আছে জীবনানন্দের
অতি প্রিয় বনলতা সেন।।
তবুও কেমন ভীষণ একা
চক্ষু মেলে হয়নি দেখা
বলেনিতো কেউ কোনো দিন
এতদিন কেমন ছিলেন।।
বুঝেছি) একলা আমি একটা মানুষ
আর সব মিছে মায়া দমের ফানুস
শুধালো না কেউ কোনো কথা
দেখেনি খুলে মনের ব্যথা
ব্যথা জমে মন হলো সমুদ্র সফেন
শুধালো না কেউ কোনো দিন
এতদিন কেমন ছিলেন।।
-----------------------------------------------------
গানটিতে গানের চারটি ভাগ আছে।
গানের কাঠামো মেনে চলা হয়েছে।
---------------------------------------------------
কবি আমার শুভেচ্ছা নেবেন।