আজ মো এনামুল হকের "আজ যদি বৃষ্টি হত" গানটি নিয়ে আলোচনা করব।
প্রথমে কবির লেখা অনুযায়ী গানটির হুবহু পর্ব বিভাজন করা হল।
---------------------------------------------------------------------
আজ যদি /বৃষ্টি হত
তোমার নূপুরের/ শব্দের মত
কান পেতে/ শুনতাম
মন ভরে /যেত ।।
আজ যদি/ সারাটিদিন
তোমায় কাছেতে/ পাওয়া যেত
মন ভরে দেখতাম/
প্রাণ জুড়ে/ যেত ।।
আজ তুমি /ভালবাসলে
আমার জীবনটা/ পূর্ণ হত
চোখে চোখ/ রাখতাম
সুখ ধরা দিত ।।
--------------------------------------------------------------
দেখা গেল পর্ব বিভাজন ঠিক হয় নি।
কবি গানের কবিতাটি কে স্বরবৃত্ত ছন্দ বলে উল্লেখ করেছেন। কিন্ত তা সঠিক মাত্রায় নেই।
***** গানের কবিতাটি এভাবে হলে ভালো হয়।
-------------------------------------------------------------
আজকে যদি /বৃষ্টি হত = ৪/৪
(তোমার) ও নূপুরের /শব্দের মত =৪/৪
দূরের থেকে /শুধু শুনতাম= ৪/৪
এ মন ভরে /যেত ।। ৪/২
আজকে যদি /সারাটি দিন =৪/৪
তোমায় কাছে/ পাওয়া যেত = ৪/৪
এ মন ভরে / শুধু দেখতাম = ৪/৪
পরান ভরে/ যেত ।। =৪/২
আজকে তুমি /ভালোবাসলে =৪/৪
আমার জীবন /পূর্ণ হত = ৪/৪
চোখে এ চোখ / শুধু রাখতাম = ৪/৪
সুখটি ধরা /দিত ।। ৪/২
---------------------------------------------------
ছন্দ- স্বরবৃত্ত
অর্থাৎ পূর্ণ মাত্রা -৪
অপূর্ণ মাত্রা- ২
অতি পর্ব -২ মাত্রা
--------------------------------------------------------
এবার দেখা যাক গানের কাঠামোঃ
আজ যদি বৃষ্টি হত
তোমার নূপুরের শব্দের মত
কান পেতে শুনতাম
মন ভরে যেত ।।
আজ যদি সারাটিদিন
তোমায় কাছেতে পাওয়া যেত
মন ভরে দেখতাম
প্রাণ জুড়ে যেত ।।
আজ তুমি ভালবাসলে
আমার জীবনটা পূর্ণ হত
চোখে চোখ রাখতাম
সুখ ধরা দিত ।।
-----------------------------------------------------
গানটিতে গানের চারটি ভাগ নেই।
প্রথমে আস্থায়ী
তারপর অন্তরার দুটি পর্ব আছে এখানে।
সঞ্চারী ও আভোগ এখানে অনুপস্থিত।
---------------------------------------------------