চেয়েছি তোমার পানে সাঁঝের সে বেলা
আমার চোখের পরে কী ছিল সে খেলা!
আলোটি সরেছে সবে এ মাটির থেকে-
আঁধার আসিছে যেন তাহাদের ডাকে;
শুধু তুমি বসে ছিলে এ চোখের ধারে
সাহসে দেখেছি চেয়ে আমি বারেবারে।
কত কী যে ভেবে গেছি প্রণয়ের মেলা।
আমার----
প্রিয়তি মুরতি তুমি, তুমি শ্যামলিমা
তোমাতেই মিশে আছে কত মধুরিমা
ও চোখেতে মায়া আছে ও মুখে স্বপন
তোমাকে ভেবেছি আমি মানিক রতন।
রাখিব যতনে মনে করিব না হেলা।
আমার-----