চেয়েছি তোমার মধুর রূপেতে
বেসেছি ভালোটি প্রিয়;
তোমার সকল মুক্তার মালা
আমার কণ্ঠে দিও।


তোমার বসনে পড়েছে নজর
তোমার ললাটে আঁখি;
আমার দৃষ্টি তোমার বুকেতে
কিছু ক্ষণ আজ রাখি।
তোমার সুরেতে মধুর সে গান
আমাকে আজ শুনিও।
তোমার সকল----


চেয়েছি তোমার প্রসার বদনে
তোমার ওষ্ঠ পানে;
স্মহিমায় আজ শুনিব হৃদয়ে
মুগ্ধ তোমার গানে।
আমার কিছুটা মধু আব দার
আজ প্রিয়তি রাখিও।
তোমার সকল---