লোকটির হাত নেই দুটো
পা দিয়ে ভরায় ক্যানভাস;
জানালায় ছোটোদের উঁকি
এভাবে আঁধারে বারোমাস!


লোকটির হাত নেই দুটো
রং-তুলি সব আছে তার;
স্বপ্ন আঁকা আছে ওই বুকে
সব বুঝি ছিল যন্ত্রণার!
সবাই দেখেছে আজ তাকে
কেউ তো করেনি পরিহাস।


লোকটির হাত নেই দুটো
দেওয়ালে যে সূর্যের ছবি!
সূর্য তার সব দিতে পারে
শক্তি পেয়েছে আজ সবই।


লোকটির হাত নেই দুটো
মেঘ তার ক্যানভাস 'পরে;
দুই পায়ে তুলি ধরা তার
এঁকেছে কতই ছবি ঘরে।
এখানে তার জীবন-মৃত্যু
এখানেই থাকা বারোমাস
         -----