সেদিন ছিল পথের চলা-
ছুঁয়েছি হাত!
এখন ভাসি অবসরে
বিনিদ্র রাত।
বৃষ্টি নামে বিশ্রাম নিই
শেষের বিকাল;
তোমার ঘামে ভিজি আমি
চিরটিকাল।
তোমার নামে ভাসি আমি
জলপ্রপাত।
এখন আমার অপেক্ষা যে
নিত্যবেলায়;
তোমার হাতের স্পর্শ নেব
সর্ব খেলায়।
আমাদের এ যুগের চলা
এই একসাথে;
তোমাতে আজ ছুঁয়ে থাকা
ঘুমের প্রাতে!
তোমার সুরে হয়ে উঠি
আজ অভিজাত।