ও বন্ধু তোমার মুখের কথা
আমি বড়ো ভালোবাসি;
অছিলায় বারে বারে তাই প্রিয়
তোমার কাছেতে আসি।
আমি ভেবে ভেবে যাই সারাদিন-
তোমাকে কাছেতে ডাকি;
তোমার আঁচলের গন্ধ নিব
ওই বুকে মুখ ঢাকি।
এসে তখন শুধু শুনব আমি
তোমার মুখের হাসি।
তুমি বঁধু বোঝোনা আমার মন
এই মনে কত কথা
ভেবে ভেবে আমার বেলা যে কাটে
সময় চলেছে বৃথা।
আমাকে দেখে বঁধু এই বেলায়
পাও কেন এত লাজ;
আমার মনের এ ফুলদানিতে
তোমার মনের সাজ।
তুমি এসে আজ হাতটি বাড়াও
কণ্ঠে বাজাও বাঁশি।
-------