বধূ মুখে চেয়ে থাকা সে ভীষণ রোদ
আজ তুমি গান চেয়ে নেবে প্রতিশোধ।


তোমার মুখের 'পরে
যেন সোনারোদ ঝরে!
আমার সুখের কালে সেই প্রিয় তুমি;
তোমার মুরতিখানি মোর প্রিয়ভূমি।
মনেতে জেগেছে আজ সুখী প্রেমবোধ।


এক ঘর এক বাসা,
বুকভরা ভালোবাসা
আঁচলের কুচি ধরি আমি অপলক;
তুমি বধূ আজ এসে আমার রক্ষক।
তুমি তো জাগালে মোর চেতনার বোধ।