বিকালের সোনারোদ  দেখি ওই মুখে
তুমি দেখি বন্ধু মোর আছো কত সুখে।


তোমার কপাল মাঝে সোনার রোদ্দুর
ও বসন দেখি আমি চেয়ে বহুদূর;
কতই বাসনা আছে তোমার ও বুকে।


আমার নজর মাঝে নবীন প্রভাত-
আজ বুঝি মনে হয় ধরি ওই হাত;
কতই স্বপন আঁকা ও কাজল চোখে।
     -----