ভাঁটির টানে উড়তে শেখা, উজান টানে ফেরা-
আপন কথায় নদীর মাঝে স্বপ্ন আমায় ঘেরা।
উড়ছি আমি স্বপ্ন নিয়ে বুকে আগুন শত-
সবাই আমার প্রিয় সাথী নিত্য অবিরত।
বিশ্ব-ভূবন হাতে নিয়ে হবই আমি সেরা।
পাখির ডানায় ভর করিব স্বপ্নসাথে করি,
বিশ্ব নেব হাতের মুঠোয় আনন্দে মন ধরি
সঙ্গীসাথী সবাই আমার খুশি আত্মহারা।