ভাব ভালো না, ভাব ভালো না-
আজ দেখি ভাব ভালো না;
আকাশের ভাব ভালো না-
বাতাসের ভাব ভালো না!
বধূয়ার ভাব ভালো না দেখি-
শীতের শেষে আজ বসন্ত-
কেমন যেন আজ অশান্ত!
বধু মোর বাধবে না চুল-
কানেতে ঝোলাবে না দুল।
স্নানঘাটেতে যাবে না দুপুরে-
সে অভিমান তার তো গেল না ।
ভাব ভালো না, ভাব ভালো না-
আজ বুঝি ফুটবে না ফুল-
পুকুরে ভাসবে না হাস;
কিছুতেই বুঝবে না যে-
আজকে বসন্ত মাস।
সুজিত বড়ো ভাবের মানুষ-
ভাবের ঘরে তার বসতি,
ভাব ভাঙ্গাবে তাই বুঝি আজ
আসবে ঘরে তার প্রিয়তি।
কিছুতেই দিন গেল না-
ভাব ভালো না, ভাব ভালো না-