এ মহাজীবন দুঃখ দেয় বারবার!
বেঁচে থাকা শুধু প্রমাণিত সরুপথ
সবার মতন নিজে নিজে সংসার
প্রতিদিন পোড়ে অহংকার, পুণ্যশ্লথ।
সন্ধ্যার আকাশ ধুলিবেলা একাকীত্ব
একেলা আলোয় দেখেছি খোলা জানালা;
এলোমেলো ভাবে সন্ধ্যা গড়ায় নিত্য-
রাতের আকাশ বেমানান ছেলেখেলা।
আড়ালে রেখেছি তোমার সকল মত।
প্রতিদিন--
মন খারাপেতে একরাশ ধূলিকণা
চুপ করে থাকা আমার ভীষণ প্রিয়;
স্বপন বুনেছি নতুন ভোরের কন্যা
অপর লগনে পৃথিবী গোছাতে দিও।
একলা আবেগে ভাসাই আমার রথ।
প্রতিদিন---