একান্ত গৌরবে ফুলেরা বাতাসে ছড়ায় সুগন্ধ তার!
কতটুকু জানি বিশুদ্ধ পরাগে দিবসরজনী ধরে-
ফুল ঝরে গেলে গাছের শাখায় তুমুল সে হাহাকার।


কত আশা বুকে থাকে, ফুলেদের অন্তত কিছু ভূমিকার!
কথামালা সাথে করে নবীনপ্রভাতে ভূমিকা গড়ে-
একান্ত গৌরবে ফুলেরা বাতাসে ছড়ায় সুগন্ধ তার।


চেয়ে দেখে ফুলগুলি প্রিয় চাঁদতারা দিঘি আপনার;
নিভৃত জ্যোৎস্নার মাঝে তারা নিত্য প্রমোদ করে-
ফুল ঝরে গেলে গাছের শাখায় তুমুল সে হাহাকার।


তাদের স্বপ্ন কেঁদে ওঠে, হেসে ওঠে লক্ষলক্ষ বার
এভাবেই দিনে দিনে বেড়ে চলে সকলের অগোচরে;
একান্ত গৌরবে ফুলেরা বাতাসে ছড়ায় সুগন্ধ তার।


ছোটো ছোটো বুকে ঢেউ, যেন চেয়ে থাকা অভিসার-
কত স্বপ্ন বেঁচে থাকে আর কত ভেঙে যায় ঝড়ে!
ফুল ঝরে গেলে গাছের শাখায় তুমুল সে হাহাকার।


এভাবেই ফুল বর্ণেবর্ণে বাঁচিয়ে রেখেছে সংসার
সেখানেই বেড়ে ওঠে স্বপ্নের রূপখানি আমাদের ঘরে।
একান্ত গৌরবে ফুলেরা বাতাসে ছড়ায় সুগন্ধ তার
ফুল ঝরে গেলে গাছের শাখায় তুমুল সে হাহাকার।