কত কথা আজ বলে গেছ তুমি
বসিয়া বকুল ছায়,
সেদিনের মতো আবার বসেছ
আমার নিকট বায়।
সেই তনুখানি, সেই মুখ প্রিয়
কেমন আমোদে ভরা
সেই কথাসুর শুনি মন দিয়ে
কাছেতে দিয়েছ ধরা।
আবার এসেছ এ শুভ ক্ষণেতে
ডুবে থাকি মহিমায়।
বসিয়া বকুল ছায়--
শুনে গেছি আজ সেই নাম খানি
যে নামে ডাকিতে প্রিয়;
যেতে বলে গেছ তোমার দুয়ারে
দিয়েছ উত্তরীয়।
আবার চেয়েছি ওই চোখপানে
সাড়া দিলে অজানায়।
বসিয়া বকুল ছায়--