বসন্তদিনে একলা তখন তুমি
উতল হাওয়া তখন তোমার চুলে;
খোলা জানালায় এলোমেলো সেই হাসি
তাকিয়ে ছিলাম সকল কিছুই ভুলে।


বেখেয়েলি মন বুঝেও বোঝে না কিছু
খানিক সময় চেয়ে থাকা মুগ্ধতা!
আমার হৃদয় কাঁপতে তখন থাকে
ওই চোখে ছিল আমার কাব্যকথা।
শুধুই ভেবেছি রোজ এসো জানালায়-
দেখবই চেয়ে প্রতি আজন্ম কূলে।


আমি নেশাতুর, ধীরে ধীরে সাজছিলে-
অসীম তারায় তোমার তখন শোভা;
আপন চোখেতে আমার গোপন ঘরে
জ্বলতে থাকেই তোমার সকল প্রভা।
কোনো কিছুতেই মোছে না হৃদয় থেকে
তোমার চোখেই আড়ালেতে চোখ তুলে।
             --------