আজও আকাশ তলে কতই কুসুম!
গাছের শাখেতে দেখি আনন্দের ধূম;
বারেবারে প্রেমবাণী তোমার আঁচলে-
বসন্ত রাঙাব আজি নানান বকুলে।
ডুব দিয়ে আছি আজ ও ভালোবাসায়,
একাকী স্বপন দেখি মোহিনী মায়ায়;
যেদিকে তাকাই দেখি হাসি হাসি কথা
তোমার স্বপন মাঝে ভুলি সব ব্যথা।
জীবনতরঙ্গ কথা শ্রাবণের জলে;
আমাকে ডাকিও তুমি গোপন ও-ঘরে
তোমাকে বাসিব ভালো অতীব আদরে;
তোমার সতেজ প্রেম বসন্ত যৌবন
ধীরে ধীরে উথলিছে এই মধুবন।
তোমা মাঝে প্রেমবাণী এ হৃদয় কুলে।
-----