বন্ধু তুমি এসেছিলে বসন্ত বিকালে-
আমারে বলেছ কথা গোপনে সকলে;
সেই আশার মোহতে আমি ডুবে গেছি
আমার স্বপন ঘরে তোমাকে পেয়েছি।


আমার স্বপন ছিল শুধু ভালোবাসা
তুমি যে মেটাতে তাই মনে দিয়ে আশা;
চোখের জলেতে আমি চেয়ে গেছি কত-
আজ তুমি মোর দ্বারে থাকো অবিরত।
আমি এসো ওই দ্বারে ভালোবেসে গেছি-


প্রেমের ভুবনে তুমি অমরবন্ধন
তুমি যে প্রেমেরশিখা মনের মতন;
নাহি জানি তোমা মতি মনেতে সহায়
নিবেদন করিয়াছি তোমার লজ্জায়।
প্রেমের কাহিনি-কথা আমি যে গেয়েছি।
         --------