বারেক বাসনা প্রিয় মোর অবশেষে-
কিছু যেন বলে গেলে ভালোলাগা হেসে।


হয়তো কতই ছিল সময় অভাব;
তোমাতেই চেয়ে থাকা নিয়ত স্বভাব।
এসো প্রিয় এই ঘরে রাখি ভালোবেসে।


তুমি এসে মেলে দিলে সেই অঙ্গিকার;
হয়তো হবার ছিল বলো কবেকার।
ভরাব তোমাকে আমি মনে রত্ন মিশে।