বারবার তোর মনকে ছিড়ে টুকরো করি;
শীতের আলো ছেড়ে দিয়ে তোকেই ধরি।
কত না মেঘ জমে থাকে বৃষ্টির আগে-
সেই বৃষ্টিতে আজ ভিজে যাই অনুরাগে।
একটানা তাই তোমার পথেই পায়চারি।
বারবার ভাঙি চেনা পথটা কে অবেলায়;
চেয়ে থাকি আমি নির্বাক সে চেতনায়।
তোমার কাছে সব আবদার শপথ করি।