বৈঠা হাতে বসে ছিলে পৌঁছে গেছ মোহনায়-
এক জীবনে অনেক জীবন দেখো কেমন বয়ে যায়।
কণ্ঠে তোমার কথা ছিল, তুমি সুর দিলে না (২)
কত সময় হারিয়েছ তুমি টের পেলে না।  


চলে গেছে খেলারও দিন, ভালোবাসা প্রণয়ের রাত-
কখন যেন উদয় হল তোমার শেষের প্রভাত।
দিনে দিনে দিন চলে যায় কোথাও বন্ধু মেলে না (২)
কত সময়-----


বরষায় প্লাবন আসে আর বসন্তেতে ফুল-
তুমি এ জীবনে করে গেলে মুঠোমূঠো ভুল।
সুজিত বলে সময়ে কেন গুরুর কাছে এলে না। (২)
কত সময়----