বালিকার পাশে বসি ভালোবেসে বালিকার
বালিকার মন সবুজ তখন বালিকার;
বালিকার সাথে দেখি তার চোখ
বালিকার প্রতি পড়ে না পলক!
বালিকার।
বালিকার হাত নবীনপ্রভাত বালিকার
বালিকার চুল শাপলার ফুল বালিকার;
বালিকার গালে পড়িয়াছে টোল
বালিকার রূপে শত হিন্দোল!
বালিকার।
বালিকার হাসি চেনা পথরাশি বালিকার
বালিকার ঠোঁটে কত কথা জোটে বালিকার;
বালিকার পায়ে ছবিখানি লেখা
বালিকার মুখে দিবসের দেখা!
বালিকার।
বালিকার বাস শ্রাবণের মাস বালিকার
বালিকার ছায়া সুশীতল মায়া বালিকার;
বালিকার সুরে দোলে প্রজাপতি
বালিকার মোহ আবেগে শ্রীমতী!
বালিকার।
বালিকার দান অতি মহীয়ান বালিকার
বালিকার ধারা মন মাঝে সাড়া বালিকার;
বালিকার দোলা অতি চঞ্চল
বালিকার সুখে নীরব সকল!
বালিকার।
বালিকার দেহ প্রেমভরা স্নেহ বালিকার
বালিকার বুকে চুপকথা সুখে বালিকার;
বালিকার কথা লেখা কবিতায়
বালিকার ধ্বনি মনে শোভা পায়!
বালিকার।