বালিকা ছিলাম, কিশোরী হলাম
এবার যুবতীবেলা;
আঠারো বছরে বিয়ে দিল দিদা
বুঝিনি করুণখেলা।


জন্ম আমার দুঃখের ঘরেতে
একসাথে দুইবোন;
দিদার কাছেতে মানুষ হয়েছি
ছোটো থেকে এ জীবন।
সেই থেকে আমি দাদু-দিদা কাছে
কাটিল বালিকাবেলা;


যমজ বোনের সেই যাতনায়
দুঃখিনী আমার মা;
অভাবের তরে দিদিমার কাছে
রাখিল আমার জমা।
বুঝিনি তখন জীবনের ধন
বালিকাবেলার খেলা।


নবীন সে ঘর, নবীন সে বর
বছর শেষেই জানা;
উনিশ বছরে মা হয়ে গেছি
আহ্লাদে আটখানা।
এভাবে জীবন অভাবে আমার
করিনি তো আমি হেলা।
     ------