এমন মধুর বেলা কেটেছে একার সাথে
বলেছি মধুর বাণী আপনে গভীর রাতে
বসন্ত বাতাস আসে আমার হৃদয় টানে
অযাচিত কথা যত রাখি বলো কোনখানে।
বসে আছি দোর পানে আওয়াজে অপেক্ষাতে
কোথা দিয়ে গেল দিন কাটিল সকল বেলা
আঁচলে প্রণয় আসে আলতায় হাসিখেলা
তোমার বসন প্রিয় মেলে ধরি বাতাসেতে।