তুই আমার বালক কালের প্রেম (রে বন্ধু)
ও বালক কালের প্রেম;
আমার সোনার যৌবন খানি
আজ তোমায় হারালেম।
সূর্য ওঠা ভোরে বন্ধু
ও শাপলা ফুলের নায়
কত ছিলেম দিঘির মাঝে
নিষেধ মানি নাই।
আমার জীবন সব দিয়েছি
তোর মনেতে সব পেয়েছি
আমি আজ বুঝেছি
কীবা আমি পেলেম।
তোর নামেতে গান গেয়েছি
মটর শুটির বনে;
তোর আঁচলে ডুব দিয়েছি
আড়ালে গোপনে।
সাঁঝের কালে যেতাম ঘুরে
গাঁয়ের পথে দূরে দূরে।
(আজ) আমার গাঁয়ের পথটি ফাঁকা
ফাঁকা তোমার উঠান;
রাঙা চেলি, লাল শাড়িতে
তুমি কাদের বৌঠান।
ভুলে যেও আমার কথা
গোপন মনের সকল ব্যথা
সুজিত বলে আজকে আমি
মিথ্যা নামে এলেম।