অপলকে চেয়ে থাকা রসকলি আঙিনার 'পরে-
রূপের বদন মাঝে সব আজ নিয়ে আসি ঘরে।
বকুলবেলার পথ বকুলেতে পথ গেছে ছেয়ে-
লালসূর্য ডোবে ওই শতদল আঁচলেতে মেয়ে।
সুতনু খানি তোমার নব পদ্মের ন্যায় আঁকা
দৃষ্টিতে ছেয়ে গেছে নব কিশোরীর ভালো থাকা।
তোমার বসন সাথে বেঁধে দিই প্রভাতের দ্বারে
প্রথম শ্রাবণ কালে ঝর ঝর বাদলেতে পথ
গাছের পাতার মতো নেমে আসো তুমি ভগীরথ।
হাতখানি কিশোরীর তটতলে ভিজে গেছে প্রেমে-
তুমি নদী বেয়ে যাও ডেকে নেব কাছেতেই নেমে।
আলোক ক্ষণেতে আজ দূর করি প্রার্থনা তরে।