আয়োজন মিটে গেছে আজ,
নেই তার কোনো প্রয়োজন;
খুলে ফেলি আজ সব লাজ-
শূন্যপথে হাঁটছি এখন।
পৌঁছাব এভাবে একদিন-
পায়ে মেখে বালুকার রাশি;
দূর করি আজ সব ঋণ
নোনা সমুদ্রকে ভালোবাসি।
আজ সেথা সমুদ্র মন্থন।
একদিন সুর ছিল গানে
তুমি এসে সাজাতে আমায়;
আঁখিতারা চেয়ে মোর পানে-
গোপনে বলো কথা ভাষায়।
আজ মনে তোমার কথন।
--------