আজ আমার লেখার পালা
তোমাকে যে করিব স্মরণ;
অভিশাপ যত হোক জ্বালা
যত হোক অতল মরণ।


আজ শুধু স্মৃতি রোমন্থন-
তাই ভালো করে বেঁচে থাকা;
ভালোতো বেসেছি চিরন্তন
তবু কেন ইশারাতে ডাকা!
পড়ে থাক ও প্রেমের চিঠি
ভুলে অনুরাগ উচ্চারণ;


চারিদিকে ঘুটঘুটে রাতি
লেখার ঘরেতে নেই আলো;
অনুতাপ আজ শুধু সাথি
প্রণয়েতে সবই জমকালো।
লেখা ফেলে আজ আমি উঠি
ধূলায় লুটাইছে বরণ।