আসবেই যদি সকালেতে এসো-
এসোগো বৃষ্টিবেলা;
চুলের বাঁধনি সব খুলে দিয়ে
আপন মনেতে খেলা।


লালটিপ পোরো, আর নীলশাড়ি
পায়েতে বাঁধিয়ো নূপুর;
আলতা পরিয়ো, চন্দন মেখো
আনন্দেতে ভরপুর।
তোমাকে দেখেই জীবন মাঝারে
হয়েছি বাতাসে উতলা।


তোমার চাহুনি আমার ইশারা
এক হয়ে যাবে সাথি;
আসবেই যদি এভাবেই এসো
যখন আঁধাররাতি।
তোমাকে নিয়েই সাজাব আমি
আমার বাসরমেলা।