আরশিতে চোখ রেখে এঁকেছ কাজলরেখা;
তোমার ললাটে আজ কত শোভা আছে লেখা।
আজ বুঝি আদরেতে চেয়ে থাকা গোপনীয়-
তোমার মধুর মুখ এভাবেই দেখি প্রিয়।
সোহাগের সেই মায়া বোঝা কি এত সহজ!
নীরবেতে চেয়ে গেছি আরশিতে রোজ রোজ।
এতদিন পরে বুঝি প্রণয়েতে আছি একা।
আরশিতে----
এসেছে শরৎ দিন শ্রাবণ বিদায় কাল
গাছেতে সবুজপাতা চেয়ে আছে বেসামাল;
তারা বুঝি চেয়ে থাকে আষাঢ় মেঘের পানে-
প্রণয়ের সুর বোনে আজ তারা গানে গানে।
তোমাতে নবীন শাড়ি, ভেজাচুলে ওই কেশ;
প্রিয়রূপে আরশিতে লাগে বুঝি বেশ বেশ!
দুখানি কানের দুলে ওঠে ঠোঁট রাঙা হয়ে-
নূপুরেতে বাজে ধ্বনি ঘর ময় কথা কয়ে।
এমন মধুর দিনে বাকি আছে প্রেম শেখা।
আরশিতে----