আঙিনায় এসে পড়ে সাগরের জল
কোনো গাছে পাতা নেই, নেই ফুল ফল
ঝড় সাথে এসেছিল বিষাদ বাদল
         একবার তুমি দেখে যাও ভাইজান।


উঠানে লাগানো ছিল টগরের ফুল
গাছে বুঝি এসেছিল সোহাগ বকুল
সবুজ বাগিচা খানি মন থেকে ভুল
       ঝড় এসে ভেঙে দিল নিমগাছ খান।


কঠিন সময় সাথি কষ্টে বেঁচে থাকা
কাঁদতে পারিনি জোড়ে আমার মুখ ঢাকা
কি দেখাব তোমায় যে নেই তুলে রাখা
      মাঠে আজ ডুবে গেছে আউশের ধান।


না মরিয়া বেঁচে আছি সর্বসুখহীন
এভাবেই বেলা কাটে প্রতি নিশিদিন
বুড়ো নদী জোয়ারেতে হয়েছে নবীন
      কাছে এসে দেখে যেও প্রলয় আখ্যান।