আজ তুমি প্রিয় বাড়ি এসে গেছ আমার মনের ঘরে-
তোমার সাথেতে আজ হল কথা অনেক দিনের পরে।
তোমার ওখানে শীতল বাতাস আমার শ্রাবণ হাওয়া,
আজ যেন তাই মনের সুরেতে তোমাকেই কাছে পাওয়া।
তোমার ঘরের আলস্য সব জানিয়েছ উত্তরে।
কেউ নেই বাড়ি একেলা উঠান আমাকে ডেকেছ আজ-
ফোন করে তুমি স্নানেতে যাবে, তাইত স্নানের সাজ।
আমি শুনে তাই তোমার আবেগ গান গাই সুরে সুরে।