আঁচল ভরিয়া তোলো গোলাপের কুঁড়ি
সহস্রগোলাপ আসে নবপ্রাণ গড়ি।


কাহার জন্য তুলিছ ওহে প্রিয়তমা
আদর করিয়া রাখো বক্ষে প্রাণসমা-
গোলাপবাগিচা আজ শতেক প্রসন্ন
নবরূপে নব সাজে হয়েছে যে ধন্য!
সানন্দে গোলাপ হাসে পেয়ে সহচরী;


তোমাকে হাসাবে যেন হৃদয়গরিমা!
সব ফুলে নিয়ে সাজো প্রিয় অনুপমা
সকল গোলাপ দেখি খুশিতে এখন।
তোমার মালিকা পেয়ে করিবে বন্দন
তোমার বুকেই যেন গোলাপ দুয়ারি।