আয় মন হাত ধর, হেঁটে আসি দূরে দূরে-
আমরা হারিয়ে যাব, গানের সে সুরে সুরে।


যেখানে থাকব তুই আর আমি;
জাগি দিবানিশি আর কত যামী
রূপকথা দেশ চল আসি আজ মোরা ঘুরে।


খেলব দুজনে সাথে রোদ্দুর
বাঁধব সুখের ঘর মনপুর;
আমার স্বপন সব তোমাকেই দেব ছুড়ে।