আমরা দুজনে বৃষ্টি এঁকেছি
বাদল গাছের মাথায়;
আমরা দুজনে রৌদ্র মেখেছি
বনের সবুজপাতায়।


এই দুটি মনে হাসিমালা গাঁথি
আকাশ-বাতাস পথে;
শ্রাবণবেলায় প্রেমপ্রেম খেলি
উদার হৃদয় স্রোতে।
আজিকে দুজনে অভিমান লিখি
আপন পরান খাতায়।


গান-গীতি সুরে ঠোঁটে ঠোঁট রেখে
স্পর্শ করেছি মন;
তোমার দুঃখে এই অন্তর
করেছি সমর্পণ।
গোপনবেলায় মিলেমিশে গেছি
নীরব মলিনতায়।