কথার ছলে কথার মায়া আমিই শুধু বাঁধতে পারি;
ও দিগন্তে অস্তকালে সূর্যখানি ধরতে পারি।
গভীর রাতে তোমার কথা আমিই কেবল ভাবতে পারি
তোমার চোখে স্বপ্নমেলা আমি শুধুই দেখতে পারি।
তোমার আঁচল সামনে রেখে তোমায় ভালোবাসতে পারি।
কাঁদার মাঝে চোখের জলে তবুও আমি হাসতে পারি
কষ্টগুলি উড়িয়ে দিয়ে সোহাগ মেখে রাখতে পারি।
তোমায় ছুঁয়ে এক লহমায় আমিই শুধু বাঁচতে পারি।
------