আমি যে তোমায় ভালোবাসি-
তাইতো তোমার কাছে আসি
তুমি কেন আমাকে গোপন করো।
পৌষ মাস বুঝি এসে গেল,
আকাশে হল্দে ফুল ফুটিল;
সরিষায় আমাকে দিয়েছে ডাক।
তোমার মনে আমাকে তুলে ধরো।
তোমার ঘরে সামনে আসি
নামটি ধরে তোমায় ডাকি;
তুমি সেই ডাক কেন শোনো নাগো।
আমার ঘরেতে এসো সখী,
তোমার আসন পেতে রাখি
তোমার নামেতে চিঠি লিখি কত
লিখে লিখে করেছি ঘরেতে জড়ো।
---------