আমি যে রোজ ভেবেই থাকি
তোমার কথাগুলি;
আমার মনে গোপন কথা
কেমনে সাথে বলি।
তোমার ঘরে আমার চিঠি
সাজিয়ে রাখা আছে;
ওই ললাটে রঙিন টিপ
রাখি আমার কাছে।
কতক কথা, গানের সারি
চোখের পরে তুলি।
আজ তোমার ঘরের দ্বারে
মোর ঠিকানাখানি;
তোমার মনে রাখি বন্ধু
স্বপ্ন মাঝে টানি।
তোমার নামে মোহিত হই
তোমার সাথে চলি।।
------