আমি তোমার স্বজন নিজ সুখে
আমার প্রীতিসুখ সব অলক্ষ্যে-


জলের বুননে বানভাসি
তোমার ছায়ায় ঘুরে আসি;
প্রাচীন তুষার ভেঙে মুগ্ধসুখে।


গোপন হয়েছে সব কথা-
ভেঙ্গে ফেলে সেই নীরবতা।
ভেসে গেছি যে তোমার মধু বুকে।