কন্ঠে আমার বাঊলের গান
পল্লিবাংলা কথা;
আমার গানেতে ফুটে ওঠে আজ
তাহার সে সখ্যতা।


মনেতে আমার জমানো আগুন
আগুন মনটি বেয়ে;
আজকে পরান শক্ত করিব
আজ শুধু গান গেয়ে।
আমার সাথেতে আমারই সুর
আমার সত্য জীবন;
ওই তো আমার আপন শক্তি
ওই তো আমার ধন।
সকল দুঃখ ভুলেছি আজিকে
মনে শুধু নীরবতা।


তোমাদের কাছে গান গেয়ে আজ
দুঃখ ভুলিব আমি;
আমার গানের ভাষা সেই জানি
সেদিনের চেয়ে দামি।
আর কিছু নয় এই জীবনেতে
তোমরা থেকো গো কাছে;
আমার গানের সুরের ধারায়
চোখের জলটি মোছে।
গানের জন্য জীবন পাগল
আমি তো গানের মিতা।
     ----