আমি সাজিয়েছি ফুলের বাগান
তুমি কেন যে এলে না।
আমি শুনব আজ তোমার গান
তুমি কেন গাইলে না।


আমার দুয়ারে নবীন বসন্ত
দুয়ারে কতই ফুল;
বসন্ত বাতাসে দেখি শতবার
দুলিছে তোমার চুল।
কেন আমার পানেতে আজ চেয়ে
তুমি চোখ মেললে না।


আমার মোহিনী মনের দ্বারে
লিখেছি হাজার বাণী;
আমার শূন্য এই বাগানে এসে
তুমিই আমার রানি।
আজ তুমি কাছে এসে ভালোবেসে
কেন যে ধরা দিলে না।